করোনা মহামারীতে লকডাউনের ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষগুলো। তাদের সে ভোগান্তি কিছুটা দুর করার জন্য সরকার থেকে শুরু করে ব্যাক্তি উদ্যোগ নিয়ে অনেকে সহায়তা করছেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস প্রাঙ্গণে গতকাল ডিআইজি হাবিবুর রহমান এর উদ্যোগে, উত্তরন ফাউন্ডেশের সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া অবহেলিত তৃতীয় লিঙ্গের (হিজড়া) মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় শতাধিক হিজড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
হিজড়া সম্প্রদায়ের এই মানুষগুলো বিভিন্ন হোটেলে রান্নার কাজ এবং বিয়ে বাড়িতে নাচ গান করে মানুষকে আনন্দ দিয়ে যে পরিমান অর্থ পায় তাই দিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঘরে বসে থাকা হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে। এমতাবস্থায় ডিআইজি হাবিবুর রহমান হিজড়ার মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। গত কয়েকদিন এ পর্যন্ত উত্তরন ফাউন্ডেশন এর পক্ষ থেকে কয়েক হাজার হিজড়া ও বেদে পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়।
এ ব্যাপারে হাবিবুর রহমান বলেন, “এই দুঃসময়ে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুবই করুন। সেরকম হিজড়া ও বেদে সম্প্রদায়ের মানুষেরা চরম দুঃসময় পার করছে। তাই আমাদের ফাউন্ডেশন থেকে যথাসম্ভব ত্রান সামগ্রী বিতরন করে সাহায্য করার চেষ্টা করছি।”
ত্রাণ সামগ্রী বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি সমূহ ও উত্তরন ফাউন্ডেশনের সদস্য গণ।