কবি হেনরী স্বপন ও লেখক,আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতি লেখক সংঘ।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রগতি লেখক সংঘের মৌলভীবাজার জেলা সভাপতি মোশাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আহমদ আফরোজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর জয়েস, কবি জয়নাল আবেদীন শিবু, কবি সুনীল শৈশব, প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সদস্য কবি জাবেদ ভূঁইয়া, অনলাইন এক্টিভিষ্ট মাহমুদ এইচ খান, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সুবিনয় রায় শুভ।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে পূর্বের বিতর্কিত ৫৭ ধারাকে প্রতিস্থপান করে দেশের মুক্তমনা লেখক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। এই কালো আইনের মাধ্যমে কবি হেরনী স্বপন ও লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। যদিও হেনরী স্বপনকে ইতিমধ্যে আদালত জামিন দিয়েছে। তবে এই আইন আগামীর বাংলাদেশে গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে এই আনের বিতর্কিত ধারাসমূহ বাতিল করা ও লেখক ইমতিয়াজ মাহমুদকে মুক্তি দিতে হবে।