যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে। বিশেষ করে বাঙ্গালি অধ্যুষিত হ্যামট্রামিক ও ডেট্রয়েট সিটিতে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক।
প্রতিদিন মারা যাচ্ছেন প্রচুর মানুষ। ইতিমধ্যে অনেক বাংলাদেশি মারা যাওয়ার খবর আসছে প্রতিনিয়ত । এমন পরিস্থিতিতে সামাজিক সংগঠন নাস্ট সম্পন্ন করলো বিনামূল্যে করোনা টেস্টের মত এক মহতি উদ্যোগ। গত ২৪ই অক্টোবর ২০২০ রোজ শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত হ্যামট্রামিকের কাবাব হাউস পার্কিংলটে সম্পন্ন হয় এ আয়োজন।
সেবাটি উন্মুক্ত ছিল সবার জন্য । অর্ধদিন ব্যাপী এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন উদ্যোক্তা নাজেল হুদা, আরমানী আছাদ, শাকিল খন্দকার ও মনজুরুল করিম তুহিন ।
এছাড়া ও আরো সহযোগিতা করেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মোহাম্মেদ হাসান, ব্যাপাক সহ-সভাপতি শাহেদুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিশিগান শাখার সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম) সভাপতি রাসেল হুদা, জুয়েল হুদা, আফজালুর রহমান, নাসির সবুজ,রাহিন,ইকবাল, তারেক সহ আরো অনেকে।