হ্যামট্রামিক সিটির ১০০তম বার্ষিকী উদযাপন 


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ‘বাংলা টাউন’ খ্যাত হ্যামট্রামিক সিটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই বছর তার ১০০তম বার্ষিকী উদযাপন করছে।

সিটির বৈচিত্র্যেময় ইতিহাস তুলে ধরে ধরার পাশাপাশি অনুষ্ঠানের মধ্যে থাকছে প্যারেড, পার্টি,  এবং অন্যান্য চমকপ্রদ ইভেন্টেস।

হ্যামট্রামিক হিস্টোরিক্যাল মিউজিয়ামের পরিচালনাকারি দ্য ফ্রেন্ডস অফ হিস্টোরিক্যাল হ্যামট্রামিক চলতি সপ্তাহে সিটির জন্য একটি প্যারেড, পার্টি, এবং সিটির প্রাচীনতম বাসিন্দাদের গল্প সংগ্রহ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

উল্লেখ্য, ১৯২২সালে হ্যামট্রামিক একটি শহর হিসাবে অন্তর্ভুক্ত হয়। এর আগে এটি একটি গ্রাম ছিল।

হ্যামট্রামিক সিটি ঐতিহাসিকভাবে একটি পোলিশ অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত ছিল।  এ সিটির প্রথম ১০০বছরের জন্য প্রতিটি মেয়র পোলিশ বংশোদ্ভূত ছিলেন। তবে সম্প্রতি ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিব পোলিশ বংশোদ্ভূত ক্যারণ মায়োস্কীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হওয়ায় সেই ধারাবাহিকতার সমাপ্তি হয়।

হ্যামট্রামিক সিটিতে বর্তমানে মাত্র ৭ শতাংশ পোলিশ এবং প্রায় অর্ধেক বাসিন্দা ইয়েমেনি অথবা বাংলাদেশী বংশোদ্ভূত। তাছাড়া সিটিতে আফ্রিকান আমেরিকান এবং বসনিয়ান আমেরিকানদের একটি বিশাল জনসংখ্যাও রয়েছে।

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *