১০ আগস্টের মধ্যেই আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন


সারা বিশ্বজুড়ে চলছে করোনার ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা। এরই মধ্যে আগামী দু সপ্তাহের মধ্যে আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন। এমনটি জানিয়েছে রাশিয়ার বিজ্ঞানীরা।

রুশ প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, ১০ আগস্টের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের তোড়জোড় প্রচেষ্টা চালানো হচ্ছে। জেলেমিয়া ইন্সটিটিউটের বিজ্ঞানীরা পরিশ্রম করে যাচ্ছেন।

১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপণের সঙ্গে তুলনা করে রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিভ বলছেন, ঐতিহাসিক দিনের সামনে দাঁড়িয়ে আছে রাশিয়া।এই ভ্যাকসিন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা। তাদের মতে এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক তথ্য সামনে আসেনি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রায়ালের তথ্য সামনে এসেছে।

রাশিয়ান সেনা সদস্য এই ভ্যাকসিন ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *