মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ টাকার প্রলোভন দেখিয়ে এক চা শ্রমিকের আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একই উপজেলার খোকন রাজভরের উপর। গত শুক্রবার (১২ জুলাই) এ ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠেছে। এদিকে ঘটনাটিকে স্থানীয়ভাবে আপোষের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টাও করা হয়।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের একটি চা বাগানের কলোনিতে স্বামী ও স্কুলের ১ম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা এবং ৩ বছরের এক শিশু পুত্রকে নিয়ে বসবাস করেন এক নারী চা শ্রমিক। ঘটনার দিন শুক্রবার শিশু মেয়ে ও পুত্রকে ঘরে রেখে বাগানের কাজে চলে যান ওই চা শ্রমিক নারী এবং তাঁর স্বামী দুপুরে কাজে চলে যান পান পুঞ্জিতে। ওই সময় পার্শ্ববর্তী প্রতিবেশী খোকনের স্ত্রীও বাগানের কাজে বাহিরে ছিল। দুপুরে এ সুযোগে পার্শ্ববর্তী ঘরের শিশুকন্যাকে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক সন্তানের জনক খোকন রাজভর। ঘরে নিয়ে ১০ টাকার দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুর কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় খোকন।
পরে ১৫ জুলাই (সোমবার) রাতে ওই শিশু কন্যার মা চা শ্রমিক একই কলোনির বাসিন্দা প্রেমা রাজভরের পুত্র খোকন রাজভরকে আসামী করে কুলাউড়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা (নং ১৭) দায়ের করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত খোকন রাজভর পলাতক রয়েছে।
কন্যা শিশুর বাবা সিলেটটুডেটোয়েন্টি২৪কে বলেন, “আমি এবং আমার স্ত্রী কাজ থেকে সন্ধ্যায় এসে মেয়ের মুখ থেকে সব জানতে পারি। ঘটনাটি জানাজানি হলে রোববার স্থানীয় ইউপি মেম্বার রামবিলাস দুসাধ নানকার বাড়িতে পঞ্চায়েত কমিটির সভাপতি অশোক কুমার ও স্থানীয় মহিলা ইউপি মেম্বার বৃন্দারাণীর উপস্থিতিতে সালিশে খোকনের মা চাঁনমনি আমাদের মেয়ের দায়িত্ব ও বয়স হলে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।”
সদর ইউনিয়নের ইউপি সদস্য রামবিলাস দুসাধ নানকার বলেন, “বিষয়টি জানতে পেরে রোববার খোকনের মা ও ওই শিশুর মা বাবাকে নিয়ে বৈঠকে বসি। বৈঠকে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হতে নারী দিয়ে ওই শিশুকে প্রাথমিকভাবে পরীক্ষা করাই। ওই নারীরা ধর্ষণের কোন আলামত পাননি। এসময় খোকনের মা ও পরিবার শিশুটির দায়িত্ব নিয়ে বিষয়টি আপোষের কথা জানান। ভিকটিমের মা বাবাও আপোষের জন্য রাজি হোন। কিন্তু বিষয়টি ধর্ষণ সংক্রান্ত তাই বিষয়টি আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত তাই আমি স্থানীয়ভাবে সমাধান হবেনা বলে জানাই তাদেরকে।”
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, “মামলার আসামীকে গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।”