পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের গৃহিণীরা। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।
গৃহিণীরা জানান, বর্তমান সময়ে পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদেরও সচেতন হওয়া উচিত। পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। সকলে একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে সিন্ডিকেট ভেঙে যাবে বলেও জানান তারা।
মজুতদারদের রুখে দিতে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দেন গৃহিণীরা। পাশাপাশি দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন চলাকালে ‘পেঁয়াজ খাব না’, ‘মজুতদারি মানব না মানব না’ ‘পেঁয়াজ ছাড়াও রান্না হয়’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন ক্ষুব্ধ গৃহিণীরা।
মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেচ্ছা হক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জাহানারা বেগম মিলন, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবি, নারীনেত্রী ফরিদা আলম, সামসুন্নাহার মিনু, ফাতেমা জান্নাত, ইয়াছমিন চৌধুরী, নিলিমা হক, শাহেনা বেগম চৌধুরী প্রমুখ।