১০ লিটার অকটেনে ৬৪০ মিলিলিটার কম!

Banglashangbad

রাজধানীর গাবতলীর মেসার্স শাহানাজ ফিলিং স্টেশন প্রতি ১০ লিটার অকটেনের পরিমাপে ৬৪০ মিলিলিটার কম দিয়ে আসছিল। এ অপরাধে ফিলিং স্টেশনটির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

পরিমাপে কম দেয়ার অপরাধে মেসার্স শাহানাজ ফিলিং স্টেশন ছাড়াও আজ বৃহস্পতিবার আরও দুটি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার।

তিনি বলেন, আজ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিনটি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযুক্ত তিনটি পেট্রল পাম্পের একটি হচ্ছে তেজগাঁওয়ের বিজয় সরণির মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশন অকটেন পরিমাপে তিনটি ইউনিটে প্রতিটিতে ১০ লিটারে যথাক্রমে ১৫০ মিলিলিটার, ১২০ মিলিলিটার এবং ১১০ মিলিলিটার তেল কম প্রদান করে।

গাবতলীর মেসার্স শাহানাজ ফিলিং স্টেশন অকটেন পরিমাপে প্রতি ১০ লিটারে ৬৪০ মিলিলিটার, ডিজেল পরিমাপে দুটি ইউনিটে প্রতিটিতে ১০ লিটারে ৪৪০ মিলিলিটার ও ৪৬০ মিলিলিটার তেল কম প্রদান করে।

গাবতলীর মেসার্স ট্রেড কনসোর্টিয়াম ডিজেল পরিমাপে দুটি ইউনিটে প্রতিটিতে ১০ লিটারে ৭০ মিলিলিটার করে তেল কম প্রদান করায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা করা হয়।

বিএসটিআইয়ের এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. রাকিবুল আলম অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *