ফোর্ড মোটর কোম্পানী তাদের বেতনভুক্ত ১ হাজার ৪০০ কর্মীকে ছাটাই করার কথা বলেছে, তবে তাদেরে নির্ধারিত সময়ের আগে অবসর ( আরলি রিটায়েরমেন্ট ) গ্রহণের প্রস্তাব (অফার) দেবে বলে জানা গেছে।
২ সেপ্টেম্বর বুধবার সকালে কোম্পানীর যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান কুমার গালহোত্রা অফারের বিষয়টি কর্মীদেরে জানিয়েছেন। বেশীরভাগ কর্মী কমানো হবে মিশিগানের ডিয়ারবর্নে যেখানে কোম্পানীটির সদর দফতর রয়েছে এবং সেখানে বৃহৎ পণ্য বিকাশ ( লার্জ প্রডাক্ট ডেভোলপমেন্ট ) ও ইঞ্জিনিয়ারিং কার্যক্রম রয়েছে।
ফোর্ড মোটর কোম্পানীর একজন মুখপাত্র জানিয়েছেন, কোম্পানী তার কর্মীদেরে যে অফার দিয়েছে এতে করে কোম্পানী তার লক্ষ্যগুলি অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদী।
যারা যুক্তরাষ্ট্রে মাসিক বেতনধারী এবং চলতি বছরের ৩১শে ডিসেম্বরে অবসরের যোগ্য হবেন তারা এই অফারের যোগ্য বলে বিবেচিত হবেন। এই অফার কোম্পানীর সকল বিভাগ বা অংশে কার্যকর হবে না বলে জানা গেছে।