১৯ এপ্রিল ঘড় বাঁধবেন মুমিনুল


ক্রীড়া ডেস্ক :: সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজের বিয়ে করেছেন কিছুদিন আগে অনেকটা ঘরোয়াভাবে।

জাতীয় দলের আরেক তারকা ব্যাটসম্যান মুমিনুলের বিয়ে ও বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১৯ এপ্রিল। এই অনুষ্ঠান হবে মিরপুরে।

২৭ বছর বয়সী মুমিনুলের হবু স্ত্রীর নাম ফারিহা বাশার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ম্যানেজমেন্টে অনার্স করছেন। গত বছর পারিবারিকভাবে ফারিহার সাথে বাগদান হয় মুমিনুলের।

অনেকেরই হয়তো জানা নেই, মুমিনুলের হবু স্ত্রী ফারিহা প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান সৈকত আলীর শ্যালিকা। সৈকতের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন মুমিনুল, দুজনই বিকেএসপির ছাত্র।

মিরপুর ডিওএইচএস’র একটি কমিউনিটি সেন্টারে মুমিনুলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

জাতীয় দলের বিনয়ী এই ক্রিকেটার সকল আমন্ত্রিত অতিথিদের বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন নিজেই।