২০তম মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ফলাফল ঘোষণা


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদ কর্তৃক পরিচালিত ৪ র্থ ও ৭ম শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১ টার সময় বৃত্তি পরীক্ষার ফলাফল হাতে পায় মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা সদস্য ফরহাদ হোসেন। ভোলাগঞ্জ কার্যালয় থেকে দুপুর ০২ টার সময় স্মৃতি পরিষদের সভাপতি সফিকুর রহমান বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের তালিকা প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা জসিম উদ্দিন ও সদস্য সচীব সামছ উদ্দিন আহমদ। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক।

বিগত ২৭ অক্টোবর ২০১৯খ্রিষ্টাব্দে উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়।
প্রতিবছর উপজেলার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৪ র্থ ও ৭ ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

উপজেলা ৪১ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশনেন ।এদের মধ্যে ছেলে ৭০ জন এবং মেয়ে ৮৮ জন।এবং ১৫ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশনেন ২৫১ জন পরীক্ষার্থী।এদের মধ্যে ছেলে ১২০ জন এবং মেয়ে ১৬৫ জন ।

৪র্থ শ্রেণীতে বৃত্তি পায় ১৭ জন।এদের মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
ছাত্রীদের মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ১৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

৭ম শ্রেণীতে সর্বমোট বৃত্তি পায় ১০ পরীক্ষার্থী।বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।ছাত্রীদের মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।

৪র্থ শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হচ্ছে।
রোল নং-১৪০০৯ ইসতিয়াক আহমদ ছফি।রোল নং-১৪০১৮ ইফরাত আহমদ ইমন।
রোল নং-১৪০২৭ হোসাইন মোহাম্মদ আলাভী।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হচ্ছে..
রোল নং-১৪০২৮ ইয়ামিন আহমদ সিয়াম।রোল নং-১৪০৮৮ আব্দুর রাকিব।
রোল নং-২৪১৪৭ ইমদাদ আহমদ সাজু।
রোল নং-১৪০৬১ হোসাইন আহমদ।
রোল নং- ১৪১৩০ হাসান মাসুদ লিয়ন।
রোল নং-১৪০৮৭ তাহমিদ হোসেন ফাহাদ।রোল নং-১৪২৩২ আজহার চৌধুরী।
রোল নং-১৪০৯৪ রামিম আহমদ রিমন।
রোল নং-১৪০০৩ ফরহাদ আহমদ।
রোল নং-১৪০১০শেখর শিকদার নোবেল।
রোল নং-১৪১৩৯ শাহরিয়ার রাজিন।
রোল নং-১৪০৯৮ ছফির উদ্দিন দিহান।
রোল নং-১৪০৪৮ তানজিম কামাল সজীব।রোল নং-১৪১২৯ তামিম আহমদ জুবেল।

৪ র্থ শ্রেণীর ছাত্রীদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে.
রোল নং-২৪০৩১ আতিয়া আদিবা।
রোল নং-২৪১৫০ মারজানা আক্তার মাজেদা।রোল নং-২৪১৪৩ মারিয়া আক্তার।
রোল নং-২৪০৩০ উম্মে সাফা তাসনিম।
রোল নং-২৪০৩৮ আয়শা আক্তার আখি।
রোল নং-২৪১৪৯ নওরিন আহমদ মীম।
রোল নং-২৪০৩৩ নাজিফা ইসলাম ইতু।
রোল নং-২৪১৪৮ নাদিকা ইয়াসমিন ঝুমা।
রোল নং-২৪১৩২ সামিয়া আফরিন মীম।
রোল নং-২৪০৯৭ সামিহা আক্তার হাফসা।
রোল নং-২৪২৩৯ সাদিয়া আক্তার শুভা।
রোল নং-২৪১৯২ আকলিমা আক্তার আখি।রোল নং-২৪১৪২ মাহফুজা আক্তার।
রোল নং-২৪১৫৮ সুমাইয়া আক্তার শিমু।
রোল নং-২৪২১৪ রাবেয়া আব্দুল্লাহ মাঈশা।রোল নং-২৪১০৪ নুসরাত জাহান রিনা।
রোল নং-২৪২০২ জান্নাতুল ফেরদৌস।
রোল নং-২৪১১৮ ইসরাত জাহান হেপী।
রোল নং-২৪১০০ ইলি রানী দাস।
রোল নং-২৪১৮৫ নুসরাত জাহান শিমু।
রোল নং-২৪০৭৬ অবন্তী রচনা।
রোল নং-২৪১৬৬ যিকরা ফেরদৌস।

৭ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্রদের মধ্যে রোল নং ১৭০৭৮ কামরুজ্জামান মারুফ। রোল নং ১৭০৯৩, এস এম ফাহিম ইমতিয়াজ । রোল নং-১৭০৩৭ মোঃইয়ামিন চৌধুরী ।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মধ্যে
রোল নং-১৭১২২ আজহারুল হোসেন আতিক।
রোল নং-১৭১০৭ রাকিবুল আলম নাহিদ। রোল নং-১৭০২১ সিয়াম হোসেন শিহাব।
রোল নং-১৭০১৮ জাকারিয়া বিদ্যুৎ।
রোল নং-১৭১০৬ রাহাদ ইসলাম।
রোল নং-১৭০০২ বিজয় ইসলাম হাদিফ।
রোল নং-১৭০৯৫ সাদ্দাম হোসেন।

৭ম শ্রেণীর ছাত্রীদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে…
রোল নং-২৭০২২ আরিফা জাহান মিম।
রোল নং-২৭১১২ তাসনিমা তাবাসসুম শশী।রোল নং-২৭০২৩ নাদিয়া আক্তার প্রমি।

সাধারণ গ্রেডে ছাত্রীদের মধ্যে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে।
রোল নং-২৭০৮৪ যাবিন তাসনিম লিজা।
রোল নং-২৭০৬২ নাজিয়া আক্তার।
রোল নং-২৭১১৩ তানহা ইসলাম।
রোল নং-২৭০৮৫ হালিমা তুস সাদিয়া।
রোল নং-২৭০০৯ রুবাইয়া তাছমিন মারুফা।রোল নং-২৭০৯০ ফাহমিদা ইয়াছমিন পুস্পিতা।
রোল নং-২৭০৯৮ ফাহমিদা সুলতানা।
রোল নং-২৭০৫৩ মেহরিন আক্তার।
রোল নং-২৭১৪০ আয়েশা সুলতানা মাহি।
রোল নং-২৭১৪৩ সুহাদা আক্তার।
রোল নং-২৭১৬১ রেবেকা সুলতানা সূচী।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *