২৩ শে এপ্রিল হ্যামট্রামিকে ১০০ পরিবারের মাঝে খাদ্য ও মাক্স বিতরণ  


হ্যামট্রামিক সিটিতে আগামী ২৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার ব্রিজ অর্গানাইজেশন ও শাকিল খন্দকার এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে গ্রোসারি খাদ্য সামগ্রী ও মাক্স দেওয়া হবে। ব্রিজ অরগানাইজেশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে কার্যক্রমের বিষয়টি জানানো হয়।

দুপুর ৩ টা থেকে ৫ টা পর্যন্ত কনান্ট স্ট্রিট সংলগ্ন কাবাব হাউজের পাকিং লটে পরিবেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

অতিরিক্ত তথ্যের জন্য নিচে দেওয়া নম্বর সমূহে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

নাজেল হুদা-২৪৮-৮৪৩-৫৫৫৫

মঞ্জুরুল করিম তুহিন-৩১৩-৯৫৭-১৮৫৩

আরমানি আসাদ-৩১৩-৫৮৬-২৭৩৬

শাকিল খন্দকার-৩১৩-৪০৯-৪৯৪৬


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *