গত দুই বছরে যুক্তরাষ্ট্রে ছয় হাজার যৌন হয়রানির অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে রাইড শেয়ারিং অ্যাপ উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৭ ও ২০১৮ সালের মধ্যে উবারের কাছে এসব অভিযোগ এসেছে।
২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে যৌন হয়রানির অভিযোগ বেড়েছে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে উবার। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, তারা উবার ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বজুড়ে বিভিন্ন ঘটনার জন্য সাম্প্রতিক সময়ে উবার বেশ চাপের মুখে রয়েছে। সাম্প্রতিক সময়ে লন্ডনে সংস্থাটির লাইসেন্স বাতিল হয়ে গেছে।
গত দুই বছরে যুক্তরাষ্ট্রে দুই দশমিক তিন বিলিয়ন ভ্রমনের মধ্যে পাঁচ হাজার ৯৮১টি যৌন হয়রানির অভিযোগ এসেছে উবারের হাতে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৯৯ দশমিক ৯ শতাংশ ভ্রমণ কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি ছাড়াই সম্পন্ন হয়েছে।