৩০ নভেম্বর সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব কামরুজ্জামান হেলালের শুভ জন্মদিন


বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেট এর এ্যান আরবর শহরে পরিবার নিয়ে বসবাস করছেন বর্তমানে তিনি আমেরিকার প্রথম সারির ব্যাংক JP Morgan Chase ব্যাংকে কর্মরত আছেন, পাশাপাশি তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক অধিকার যুক্তরাষ্ট্রের Spacial Correspondent হিসাবে কাজ করছেন এছাড়া বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আর টিভির যুক্তরাষ্ট্রের Correspondent এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন আই টিভি(IPTV) USA এর Country Director এবং সিলেটের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা দৈনিক সবুজ সিলেটের যুক্তরাষ্ট্রের Spacial Correspondent কামরুজ্জামান (হেলাল) জানান আমি যখন মাধ্যমিক পাস করি ১৯৯৫ সালে তখন থেকে আমার পত্রিকায় লেখালেখি শুরু হয় ঢাকা থেকে প্রকাশিত পল্লী বার্তা নামে একটি পত্রিকার সাথে, সেই সাথে কবিতা ও ছোট গল্প লেখা লেখি শুরু করি আমার স্কুল জীবনের বন্ধু কবি খলিলুর রহমান এর অনুপ্রেরনায় তারপর পথচলা শুরু, আমার স্কুল ছিলো জীবননগর পাইলট হাই স্কুল এবং জীবননগর ডিগ্রী কলেজ এর পর ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ এবং এমবিএ শেষ করে প্রথমে এস টিভি ইউএস, বৈশাখী টেলিভিশন, আর টিভিতে বিজ্ঞাপন বিভাগে কাজ করি, কবিতা আর গল্পটা সময়ের সল্পতায় নিয়মিত করা সম্ভব হয় উঠে নাই, সেই সাথে টিভি বিজ্ঞাপন, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করি আমার বন্ধু আরিফুর রহমান (আরিফ) আমার বন্ধু মিতা বাংলা ভিশন এর কে,জেড সোহেল তাদের সহযোগিতায়, মিডিয়া এবং ক্রিকেট এর প্রতি আমার দুর্বলতা ছোট থেকেই, গ্রামেই আমার বেড়ে ওঠা চুয়াডাংগা জেলার জীবননগর থানার মিনাজপুর গ্রামে ছয় ভাইবোন এর মধ্য আমি সবার ছোট, ছোট বেলা থেকেই আমি ক্রিকেট খেলতে পছন্দ করি যখন আমি ক্লাস সেভেন এ পড়ি তখন জেলা লীগ খেলার সৌভাগ্য হয়েছিলো বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এ একেবারে খারাপ ছিলাম না, এখনো পর্যন্ত ভালোই করি, সব থেকে মজার বিষয় ছিলো আমরা তিন ভাই এবং আমার কাজিনরা এবং মামারা মিলেই একটি দল চুয়াডাংগা জেলার মধ্য বেষ্ট টিম হিসাবে পুরষ্কার পেয়েছিলাম বেশ মনে পড়ে, অনেক কিছু বলার থাকলেও সবতো বলে শেষ করা যাবে না আজ যাদের অনুপ্রেরনায় দোয়া বা সহযোগিতায় যেটাই বলেন কাজ করছি এবং এখনো শিখতেছি প্রতিনিয়ত তাদের নাম না বললেই নয় আমার মা, আমার বাবা তিনি মারা গেছেন, আমার বড় এবং ছোট চাচা, চাচী আমার ভাই বোনেরা, আমার কাজিনরা, যে দুইজন আমার সব সময় অনুপ্রেরনা ও ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন এই দুইজন মানুষের কাছে আমি চীরকৃতজ্ঞ আমার বোন বিউটি আপা এবং মনির দুলাভাই, এছাড়া রেখা ভাবী, মিতা আমার অনেক কাছের বন্ধু অভিনেতা জি,এম শুভ, লিংকন, মুরাদ, জাহিদুল, জিল্লু, কাজল,শাহীন ভাই, মিলন, মিজান, আরিফ, প্রডিউসার এবং পরিচালক এম,এইচ দিপু ভাই, আই টিভির সিইও বন্ধু মইনুল ইসলাম তুন, আর টিভির সিইও সৈয়দ আশিক ভাই, আর টিভির লুৎফর ভাই, আর টিভির লোকমান ভাই, আর টিভির জয়নাল ভাই, ইমরুল ভাই, আহম্মদ ভাই, ইটিভির হেড অব মার্কেটং কবির ভাই, ইগলু আইসক্রীম এর রিয়াজ আহম্মেদ সুজন ভাই, অধিকার নিউজ এর মিলন সাহেব,সবুজ সিলেট এর মালিক এবং সম্পাদক মুজিব ভাই, মিডিয়া ব্যক্তিত্ব ইফতেখার ভাই, এটিএন বাংলার পলাশ দাদা, এন টিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমদ ভাই, সাইফুল মামা, আমার স্কুল কলেজ, ইউনিভার্সিটির বন্ধুরা এবং আমার সকল কাছের ও দূরের পছন্দের এবং অপছন্দের মানুষগুলো আমার পরিবারের আগামী প্রজন্মের সদস্যরা এবং আমার শশুর,শাশুড়ী সহ আমার প্রিয় সহধরমিনী সবাই আমার কাজের উৎসাহ দেই, আপনারা সবাই আমার জন্মদিনে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ্য থেকে আমার বংলাদেশ এবং দেশের মাটি ও মানুষের আপনাদের ও আমার পরিবার এর জন্য আরো ভালো কিছু করতে পারি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *