৪৮ ভিক্ষুককে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেন ইউএনও


ডেস্ক রিপোর্ট :: ভোলার লালমোহন উপজেলার সদর ইউপির ৪৮ ভিক্ষুককে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউএনও হাবিবুল হাসান রুমি।বুধবার দুপুরে লালমোহন ইউপি হলরুমে ভিক্ষুকদের তালিকা করে ৪৮ জনের নাম চূড়ান্ত করেন ইউএনও। আগামী এক সপ্তাহে কাউকে দুইটি করে ছাগল, ১৫ টি করে হাঁস-মুরগি, ১ টি করে গরু ও মুদি দোকান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউএনও।ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, আমার স্বপ্ন লালমোহন উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার। তারই ধারাবাহিকতায় ৪৮জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী এক সপ্তাহের ভিতর এদের জন্য মালামাল বুঝিয়ে দেয়া হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অপূর্ব দাস, উপজেলা প্রোকৌশলী ইঞ্জিনিয়ার এম.এম আলী রেজা রাজু, উপজেলা তথ্য অফিসার আব্দুল বাতেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ফিরোজ আলম, লালমোহন প্রেস ক্লাব সম্পাদক মো. জসিম জনি, লালমোহন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, সচিব আব্দুল হালিম প্রমুখ।