সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য উপদেষ্টারা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের কোভিড টিকার বুস্টার ডোজ নিতে বলেছেন।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন দ্রুতই প্যানেলের সুপারিশ গ্রহণ করে অল্প বয়সী সুস্থ বাচ্চাদেরকে কোভিডের তৃতীয় শট দেয়া শুরু করছে ঠিক যেমন ১২ বা তার চেয়ে বেশি বয়সী প্রত্যেকের জন্য দেয়া হয়েছিল।
আশা করা যায় যে, অতিরিক্ত একটি ডোজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের সুরক্ষা বাড়াবে কারণ সংক্রমণ আবার বেড়ে চলেছে।
এই সপ্তাহের শুরুর দিকে ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন শিশুদের জন্য ফাইজারের বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যা তাদেরকে কোভিড টীকা শেষ শট নেয়ার ৫ মাস পর দেয়া হবে।