ডেস্ক রিপোর্ট :: দেশে বেড়েই চলছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। এখন এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটিতে। ফেসবুক থেকে এ তথ্য জানা গেছে।
গত মার্চে ফেসবুকের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩২ কোটি। এছাড়া, ২০১৯ সালের প্রথম তিনমাসে গড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১৫৬ কোটি, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। এ ছাড়া গড়ে ২৭০ কোটি ব্যবহারকারী কোনো না কোনোভাবে ফেসবুক পরিবারের কোনো একটি সেবার সঙ্গে যুক্ত।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দাবি করেছেন, ফেসবুকের স্টোরিজ ফিচারটি জনপ্রিয় হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে এ ফিচার ব্যবহারকারী ছিল ৩০ কোটি, যা গত প্রান্তিকে ৫০ কোটি ছুঁয়েছে।