৬০০ গোলের মাইলফলকে মেসি


ক্রীড়া ডেস্ক :: বিশেষ দিনে বিশেষ এক মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল পাওয়ার ১৪তম বার্ষিকীতে এসে ৬০০তম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন খুদেরাজ।

ন্যু ক্যাম্পে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত ঝলক দেখান মেসি, করেন জোড়া গোল। দলও পায় ৩-০ ব্যবধানের বড় জয়।

এই জোড়া গোলেই মেসির ৬০০ পূর্ণ হয়। ৬৮৩তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করলেন বার্সা সুপারস্টার। অর্থাৎ ম্যাচ প্রতি তার গোল ০.৮৮।

৫৯৮ গোল নিয়ে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি শুরু করেছিলেন মেসি। দরকার ছিল আর দুইটি। ম্যাচে কাঙ্খিত ওই দুই গোলই করেন তিনি। যার মধ্যে একটি আবার দুর্দান্ত ফ্রি-কিক থেকে।

২০০৪ সালের ১ মে আবালকেটার বিপক্ষে নিজের প্রথম অফিসিয়াল গোল করেছিলেন মেসি। ২০১৯ সালের ১ মে এসে দেখা পেলেন ৬০০তম গোলের। কাকতালীয় ব্যাপারই!