গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) অলাভজনক প্রতিষ্ঠান ক্যানফিল্ড কনসোর্টিয়াম ডেট্রয়েটের পূর্ব দিকে অবস্থিত ইস্ট ক্যানফিল্ড ভিলেজে একটি নতুন আর্ট পার্কের উদ্বোধন করেছে।
আমেরিকা ইন ব্লুম এবং কানাডিয়ান ন্যাশনাল-এর যৌথ সহযোগিতায় নির্মিত ইস্ট ক্যানফিল্ড প্যাভিলিয়ন পার্ক ডেট্রয়েটের বারাক ওবামা লিডারশিপ একাডেমি চার্টার স্কুলের পাশে অবস্থিত।
ক্যানফিল্ড কনসোর্টিয়াম একটি কমিউনিটি সংগঠন, যা ইস্ট ক্যানফিল্ড ভিলেজের অবকাঠামো উন্নয়ন, ঐতিহ্যবাহী ভবনের সংস্কার এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ করে থাকে।