ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর 


করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

শুক্রবার (৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ওমিক্রন ধরনটি  করোনাভাইরাসের অন্যান্য ধরন থেকে সবচেয়ে বেশি সংক্রামক এবং বিস্তারকারী হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এ ধরনটি (যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯) ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডাসহ ৪০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত এই ধরনে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *