যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির এক রেস্টুরেন্টে রবিবার (২৭ ফেব্রুয়ারি) মিশিগান বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল কাউন্সিল-এর এক সভা অনুষ্ঠিত হয়।
মুহিত মাহমুদের পরিচালনায় অনুষ্টিত সভায় মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের সম্পৃক্ত করার লক্ষ্যে ‘বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল কাউন্সিল, Bangladeshi American Political Council ( BAPC) গঠন করা হয়।
দেশীয় রাজনীতি ও আঞ্চলিকতার উর্ধ্বে উঠে আমেরিকার মূলধারার রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ সহ কার্য্যকর ভূমিকা রাখবে নতুন এই সংগঠনটি।
মিসবাউর রহমান চৌধুরীর কুরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর নাজমুল হাসান শাহীন, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, জুবেরুল চৌধুরী খোকন, মনজুর শাফি এলিম, ইকবাল ফয়েজ স্বপন, আকিকুল হক শামীম, খাজা শাহাব আহমেদ, লুৎফুর রহমান, শাকিল এডাবি, এম ডি আলম, লাল মিয়া লালু, ডি সি মনজুর মুর্শেদ, মুজিব আহমেদ মনির, রেজাউল চৌধুরী, শাহাব আহমেদ সুমিন, বকুল তালুকদার, জাবেদ চৌধুরী, সালেহ আহমেদ বাদল, আজিজ চৌধুরী মুরাদ, খন্দকার ইউসুফ কামাল, হাবিবুর রহমান, মুস্তাক চৌধুরী, অসহাবুর রহমান টিপু, সুমন কবির, লায়েস উদ্দিন, নজির আহমেদ, শেরুজ্জামান কোরেশী, নজরুল ইসলাম, মাশকুর কাওসার, সাব্বির আলম খান, প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু নাসের জামাল খান, শাহাদাত হোসেন মিন্টু, আব্দুল বাসিত চৌধুরী, জাবেদ সিরাজ, আহমেদ আলম মাহ্দী, মাসুদ চৌধুরী, সাবুল হোসেন,সাদিক রহমান, সৈয়দ মাহমুদ,মোহাম্মদ রুনু, জাকারিয়া জামান, দেলোয়ার আনসার, মাহবুব চৌধুরী আলাল, সাব্বির রহমান, আবুল হোসাইন চৌধুরী, সাদিক ইয়াসির আহমেদ, জাকের চৌধুরী, আরিফ আহমেদ জিসান, শামসুর রহমান, মোহাম্মদ এ কাদির, আব্দুল মতিন, এনাম উদ্দিন সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
মৌলানা হাফিজ ফখরুল ইসলাম অনুষ্ঠানে মোনাজাত পরিচলনা করেন। বিজ্ঞপ্তি।