ঢাকার রুশ হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী পালিত হলো


সংবাদ সোমবার (২৮ মার্চ) ঢাকার রাশিয়ান হাউস মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পোস্টের এডিটর-ইন-চিফ জনাব শরীফ শাহাব উদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানান এবং বলেন যে রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পাশাপাশি উন্নয়ন সহযোগীও। সোভিয়েত ইউনিয়নের সাহায্য ছাড়া স্বাধীন বাংলাদেশ সম্ভব ছিল না।

আলোচনায় মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতোভ বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলোচনাকালে, পরিচালক রাশিয়ান ফেডারেশন এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক পটভূমি, ধারাবাহিকতা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বর্তমান প্রগতিশীল উন্নয়ন এবং উচ্চ শিক্ষায় পারস্পরিক সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন। ঢাকার রুশ হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *