স্বাগত ১৪২৯: সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!


আজ পহেলা বৈশাখ।

বাংলা বছরের প্রথম দিন।

ঋতু চক্রের আবর্তনে শুরু হলো নতুন একটি বাংলা বছর ১৪২৯।

সেই সাথে শুরু হলো বাংলাদেশের সার্বজনীন উৎসব নববর্ষ উদযাপন।

করোনা ভাইরাস মহামারীর কারণে গত দুই বছর বর্ষবরণ অনুষ্ঠান এবং মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বন্ধ ছিল। তবে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে।

এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য হলো ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

বাংলাদেশসহ প্রবাসী বাংলাদেশীরাও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মেট্রো ডেট্রয়েটে ভাইরাসের সংক্রমণ আগের তুলনায় অনেক কমেছে। তবে এখনও আমাদের সংক্রমণ মোকাবেলায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে এবং প্রয়োজনের সময় একে অপরকে সাহায্য করতে হবে।

একটি আধুনিক ও তথ্যনির্ভর সংবাদপত্র হিসেবে বাংলা সংবাদ সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য সংবাদ পরিবেশন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

যাত্রার প্রথম থেকে যারা আমাদের পাশে থেকেছেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যাশা করি বাংলা ১৪২৯ সালেও আপনাদের সবাইকে আমরা সাথে পাব।

সেই সাথে আমাদের পাঠক ও পৃষ্ঠপোষকদের বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *