শনিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির মদীনা রেষ্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ মইন দীপু অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সঙ্গীতা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথমেই আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শতাব্দী রায় মাম্পী।
অনুষ্ঠানে সদস্যগণ নিজ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। আগত সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৈয়দ শাফী, মোহাম্মদ হোসেন চৌধুরী, শফিক রহমান ও সামিহা তাহসিন অরপা।
সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন মিল্টন বড়ুয়া, আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, রাকেয়া রশিদ চৌধুরী, মোহাম্মদ কাতেবী, কামরুল হাসান, ইকবাল আহমেদ, মোঃ এনায়েত করিম, সাইফুদ্দিন কাতেবী, সঙ্গীতা বড়ুয়া, রতন বড়ুয়া, আমিনুল হক, সাহেদুল ইসলাম, জিয়াউল আলম চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, ডেইজি সাকি, মোস্তফা কামাল, লৎফুল বারী নিয়ন, ঈশা সালাহ উদ্দিন মুরাদ, স্নিগ্ধা বড়ুয়া, নুসরাত আরা ডলি, কাজী এবাদুর রহমান, জাবেদ চৌধুরী, রেজাউল চৌধুরী, মোহাম্মদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আপ্তাব, রুনা কোরেশী, প্রদ্যুন্ন চন্দ প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যগণ মিশিগানের সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ন পদে কর্মরত আছেন।
মিশিগানের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের পরিবার গুলোর মধ্যকার সম্পর্ক কে আরও সুদৃঢ় করে তুলতে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়।