নিউইয়র্কে করোনায় মারা গেলেন হবিগঞ্জের আজিজুর রহমান


তোফায়েল রেজা সোহেল, যুক্তরাষ্ট্র, মিশিগান থেকে :
প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার বিকালে নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে আজিজুর রহমান (৭৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। (ইন্না-লিল্লাহি —–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল (৭০)। তার মৃত্যুতে নিউইয়র্ক হবিগঞ্জ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। আজ স্থানীয় সময় রোববার করোনাভাইরাস কেড়ে নেয় তার প্রাণ।

আজিজুর রহমানের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ম্যানহাটনে বসবাস করতেন।

আজিজুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে জাহাঙ্গীর রহমানের বন্ধু কমিউনিটি নেতা জাবেদ উদ্দিন।

জানা গেছে, গত ১৮ মার্চ আজিজুর রহমান মাথা ঘুরে বাসার বাথরুমে পড়ে যান। তাকে হাসপাতালে ভর্তি করান স্বজনরা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় পাঠানোর পূর্ব মুহূর্তে পরীক্ষানিরীক্ষার সময় চিকিৎসকরা তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান।

এ নিয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। একদিনেই মারা গেছেন ৫ বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২ হাজার ৪৮৪ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। দেশটির নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত ৫৯ হাজার ৬৪৮ জন। মারা গেছেন ৯৬৫ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *