মিশিগানে জরিমানার খড়গ


যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টে হোম বা সামাজিক দূরত্বের সরকারি আদেশ অমান্য করলেই আর্থিক জরিমানা গুনতে হবে জনগণকে। প্রতিষ্ঠানের বেলায় হলে ব্যবস্থা নেবে লাইসেন্সের বিরুদ্ধে।

রাজ্যেজুড়ে ছড়িয়ে পড়া করোনার প্রকোপ ঠেকাতে মিশিগান গভর্নর গ্রেচেন হুইটমার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কড়াকড়ি আদেশ জারি করেন।

মিশিগান রাজ্যে করোনা ছড়াতে থাকায় ১০ দিন আগে স্টে হোম জারি করেন গভর্নর। এরপরও থামছে না ভাইরাসের থাবা। নিত্যদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি।

গত ২৩ মার্চ উপদ্রুত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ বৃহস্পতিবার নতুনভাবে আরেকটি বিধিনিষেধ আরোপ করা হয়। কোন ব্যক্তি স্টে হোম বা সামাজিক দূরত্ব ভঙ্গ করলে ১ হাজার ডলার জরিমানা করা হবে এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হলে লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যুক্তরাষ্ট্রের মেডিসিন করোনাভাইরাস সেন্টার বলেছে, করোনার প্রার্দূভাবে যুক্তরাষ্ট্রের চতুর্থ স্থানে মিশিগান স্টেট। কোভিড-১৯ রোগীর চিকিৎসায় হিমশিম খাচ্ছেন মিশিগান হাসপাতালগুলোর চিকিৎসকরা। ডেট্রয়েট সিটিতে অস্থায়ী হাসপাতাল স্থাপনের কাজ চলছে দ্রুতগতিতে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মিশিগানে করোনাভাইরাসে ৪১৭ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১০ হাজারের ওপরে।

গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, ছড়িয়ে পড়া ভাইরাস রুখতে একমাত্র উপায় হল সামাজিক দূরত্ব। জীবন বাঁচাতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেউ সামাজিক দূরত্ব অমান্য করলেই পুলিশ তদন্ত সাপেক্ষে ১ হাজার ডলার জরিমানা করবে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে হলে লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

বৃহস্পতিবার পর্যন্ত সারা যুক্তরাষ্ট্রে মারা গেছেন সাড়ে ৫ হাজারের ওপরে। এরমধ্যে ৩৮ জন বাংলাদেশী মারা যান। ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *