বড়লেখায় একদিনের বেতনের টাকায় ১০০ পরিবারকে অফিসার্স ক্লাবের খাদ্য সহায়তা


মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে অঘোষিত লকডাউন। এই অবস্থায় কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গরীব ও নিম্ন আয়ের মানুষ। অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বড়লেখা উপজেলা অফিসার্স ক্লাব।

ক্লাবের সদস্যের একদিনের  বেতনের টাকায় ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবণ, সাবান বিতরণ করা হয়।

এসময় ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি মো. ইয়াছিনুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজেসবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান জানান, করোনা ভাইরাসের কারণে নিত্যপণ্যের দোকান ছাড়া সব কিছু বন্ধ রয়েছে। এ অবস্থায় কাজ-কর্ম না থাকায় বিপাকে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে অফিসার্স ক্লাবের সদস্যের একদিনের বেতন থেকে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *