৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর মিথ্যা-বিভ্রান্তিকর

banglashangbad

৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট বাতিলের কোনো চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই। এ ধরনের সংবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সংবাদ মাধ্যমে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা খবর ছাপানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বাংলাদেশ ব্যাংক জনসাধারণের জ্ঞাতার্থে স্পষ্টভাবে জানাচ্ছে যে, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট বাতিলের কোনো চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো নির্দেশনাও দেয়া হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে যে কোনো প্রকার নোট, মুদ্রা, কয়েন মুদ্রণ, ইস্যু কিংবা বাতিলের এখতিয়ার শুধু বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত করা হয়েছে বিধায় এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা বর্ণিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের সংবাদ প্রচার-প্রচারণা না করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সবাইকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।