স্টাফ রিপোটার :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারে বাইসাইকেল শোভাযাত্রা করেছে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি (এমসিসি)।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় প্রায় ৫ শত সাইকেল নিয়ে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক শোভাযাত্রা শুরু হয়। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
উল্লেখ্য, দেশপ্রেম ধারণ করে মাদকমুক্ত যুবসমাজ এবং শারীরিক ভাবে দক্ষ যুব সমাজ গড়তে দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে কাজ করছে সাইক্লিং কমিউনিটি ।
রাইডে অংশ গ্রহণকারী অর্পা রায় জানান, নিজের ভালোলাগা এবং সুস্থতার জন্য তিনি সাইক্লিং করেন নিয়মিত। সুস্থ থাকার পাশাপাশি সাইক্লিং থেকে তিনি সমাজসেবামূলক বিভিন্ন কাজেও যুক্ত হচ্ছেন এই ক্লাবের মাধ্যমে।
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মোডারেটর ইমন আহমদ জানান, প্রতিটি জাতিয় দিবসে এবং বিশেষ দিনগুলোকে আমাদের নিয়মিত রাইডের পাশাপাশি বিশেষ রাইড থাকে। যুবসমাজের জন্য আমরা নীরবে কাছ করে যাচ্ছি। মৌলভীবাজার জেলায় কয়েক হাজার কিশোর যুবক সাইক্লিংর সাথে যুক্ত।