ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আব্দুস সাত্তার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় গ্রাম থেকে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুস সাত্তার হাওলাদার শুক্তাগড় গ্রামের মৃত নিজাম উদ্দিন হাওলাদারের ছেলে।
আব্দুস সাত্তারের বড় ভাই জুলফিকার হাওলাদার জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গত ২৭ সেপ্টেম্বর বিষপান করেন সাত্তার। এ সময় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সোমবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল নেয়ার পরামর্শ দেন। এ সময় আর্থিক সঙ্কটের কারণে তাকে বাড়িতে আনা হয়। পরে সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্তম কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।