৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির নির্দেশ

banglashangbad

পেঁয়াজ নিয়ে চলমান দুর্বৃত্তায়ন রোধে বাজার পরিদর্শনে মাঠে নেমেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। কক্সবাজারে সফরে আসা বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৌফিকুর রহমানকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বাজারঘাটা, বড়বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের মনিটরিং টিম।

মনিটরিংকালে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ায় শহরের বড় বাজারের ইসমাইল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এর আগে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ৫০ টাকা ও ভারতের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রির নির্দেশ দেয় জেলা প্রশাসন।

বাজার পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, কক্সবাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধির সুযোগ নেই। আমরা বাজারে গিয়ে মিয়ানমার থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা ও ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৫-৭০ টাকা নির্ধারণ করেছি। এ নির্ধারিত মূল্যের বাইরে কোনো ব্যবসায়ী বেশি দামে বিক্রি করার খবর পেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৫০ টাকার পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রির প্রমাণ পাওয়ায় ইসমাইল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মো. মাহবুবুর রহমান প্রমুখ।