এই প্রথম নিউজার্সির বার্গেনফিল্ডে প্রথম কোন মুসলিম পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।২০ আগস্ট পুলিশ প্রধান হিসেবে শপথ নেওয়া ব্যক্তির নাম মোস্তফা রাব্বে।তবে এর আগে লং হিলসিটিতে পুলিশ প্রধান হিসেবে আহমেদ নাগা নামের একজন মুসলিম। বারগেন কাউন্টের প্রথম মুসলিম পুলিশ প্রধান আহমেদনা গাও ইদি নরাব্বোর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন মুসলিম পুলিশ কর্মকর্তারা ও উক্তশ পথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
রাব্বে ২০০৩ সালে প্যাটারসনে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর কর্ম জীবন শুরু করে ২০০৯ সালে সার্জেন্ট হিসেবে পদোন্ন তিপান।পরবর্তীতে ২০১২ সালে লেফটেন্যান্ট পদে এবং ২০১৫ সালে অধিনায়ক পদে পদোন্নতি লাভ করেন।
মোস্তফা রাব্বো একজন আমেরিকান হিসেবে দেশ সেবারস্বপ্ন দেখেন। তিনি তার পরিবার এবং পুলিশ সহকর্মীরা যারা তার নিয়োগের পক্ষে ভোট দিয়েছি লেনতাদের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মেয়র এবং কাউন্সিল সদস্যদের তাকে সমর্থন জোগানোর জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানান।