মারুফ শিপু দীর্ঘ ১০ বছর ব্যাংকিং সেক্টরে কর্মরত আছেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি ইসলামিক ফিনান্সিয়াল ( ইউ আই এফ ) এর ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ‘বাংলা সংবাদের’ সাথে সাক্ষাতকারে তিনি তার কর্মজীবন , ইসলামিক ফাইন্যান্সিং এবং ভবিষ্যৎ উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন।
আমেরিকাতে আগমন এবং আপনার শিক্ষাজীবন সম্পর্কে কিছু বলেন।
আমি ২০০০ সালে ১০ বছর বয়সে আমেরিকাতে আসি। এরপর মিশিগানের হ্যামট্রামিকে থেকে এলেমেন্টারি স্কুল, মিডল স্কুল এবং পরবর্তীতে হাই স্কুল সম্পন্ন করি। সর্বশেষ ওয়ালেস কলেজ থেকে একাউন্টিং এ ব্যাচেলর ডিগ্রী গ্রহণ করি।
আপনার ব্যাংকিং ক্যারিয়ার শুরুর দিকটা যদি বলতেন
আমি দীর্ঘ ১০ বছর ধরে ব্যাংকিং সেক্টরে আছি। বর্তমানে আমি ইউনিভার্সিটি ইসলামিক ফিনান্সিয়াল ( ইউ আই এফ ) ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি।
ইউ আই এফ আপনার কাজের ক্ষেত্রটা যদি বলতেন। এর সর্বমোট কতটি ব্রাঞ্চে আছে আমেরিকাতে?
ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে আমার কাজ হলো ইসলামিক ফাইন্যান্স এর মাধ্যমে মানুষকে সুদ মুক্ত ঋণ দিয়ে আবাসন ক্রয়ে সাহায্য করা। যারা ইসলামিক ফিনান্সিং এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি তাদেরকে ধাপে ধাপে বাড়ি ক্রয়ের নিয়ম সম্পর্কে অবগত করব। যারা ইসলামিক ফাইন্যান্সিং এর সেবা নিচ্ছেন তাদেরকে সাহায্য করা এবং ইসলামিক ফাইন্যান্সিং যে ব্যতিক্রম সে সম্পর্কে সবাইকে অবগত করা আমার উদ্দেশ্য।
আমেরিকাতে ইউনিভার্সিটি ইসলামিক ফিনান্সিয়াল ( ইউ আই এফ ) সর্বমোট ২৩ টি স্টেটে পরিচালিত হচ্ছে।
আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেন।
আমি সব সময় নতুন নতুন মানুষের সাথে চলতে এবং মিশতে ভালোবাসি। তাই কর্মজীবন থেকে অবসর নেবার পর নানা জায়গায় ভ্রমণ করব । এছাড়া আমি আমার ফ্যামিলি এবং বন্ধুর সাথে সময় ব্যয় করবো। ভবিষ্যতে আমার অনাথ শিশুদের জন্য একটি মসজিদ করার ইচ্ছা আছে।