শেয়ারবাজারে দরপতন চলছেই


দরপতনের ধারা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় দরপতন হয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসেই দরপতন হলো।

এদিন লেনদেনের শুরু থেকেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। শেষ দিকে এসে পতনের মাত্রা আরও বাড়ে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে শেয়ার ও ইউনিটে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১১০টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচকের পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৫ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৫২ কোটি ২৯ লাখ টাকা।

বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯২ লাখ টাকার। ৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক।

এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- লিগ্যাসি ফুটওয়্যার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ, ভিএফএস থ্রেড ডাইং, স্ট্যান্ডার্ড সিরামিক, সিলকো ফার্মাসিউটিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৪ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।