ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভা অনুষ্ঠিত


স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে বুধবার (৩০শে অক্টোবর) সন্ধ্যায় দরগাহ গেইটস্থ এক অভিজাত হোটেলে পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস সফলভাবে উদযাপন উপলক্ষে ‘প্রশিক্ষিত যুব শক্তি উন্নয়নের দূঢ় ভিত্তি শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত  মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগরের সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেন। এসময় উপস্থিত হয়ে তিনি বলেন, যুব সমাজ দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার। একটি দেশকে উন্নত হিসেবে গড়ে তুলতে হলে তাদের ভুমিকা অনুসীকার্য।

আগামী ১ নভেম্বর ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত জাতীয় যুব দিবস সফলে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটিকে কাজ করে যাওয়ারও আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) এর সভাপতি  মো. জামাল খান, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সহ-সভাপতি শেখ তোফায়েল আহমেদ সেপুল, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফরিদা আলম, প্রশিক্ষক ইমরানুল বাহার।

সভায় উপস্থিত ছিলেন- সদর  উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, নিলুফার ইয়াসমিন নিলা, রায়হান আহমদ, সোসাইটির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, মো. আব্দুল হান্নান, যুব বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, সহ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক রবিউল ইসলাম লেবুল প্রমুখ।