সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, ১৪৪ ধারা জারি


সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে ইয়াকুব আলী (৪০) নামের একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার গোবিন্দগঞ্জ পুলের মুখ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ইয়াকুব আলী উপজেলার সৈয়দের গাঁও ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার শিবনগর গ্রামের সাজু মিয়া ও ফরিদ মিয়ার সঙ্গে দিঘলী গ্রামের ফয়সল আহমদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পুলের মুখ এলাকায় দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে গোবিন্দগঞ্জ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পড়ে শত শত যানবাহন।

সংঘর্ষে আহত ইয়াকুব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টায় তার মৃত্যু হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ এলাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *