ফেসবুককে ট্রল করে যা বললেন টুইটার প্রধান


জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে নিয়ে ট্রল করলেন টুইটার এর সিইও জ্যাক ডরসি।

মঙ্গলবারই নিজেদের নতুন কর্পোরেট লোগো প্রকাশ করে ফেসবুক। রি-ব্র্যান্ডি করার উদ্দেশ্যে এবং নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে আলাদা একটি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতেই নতুন লোগো নিয়ে এলো ফেসবুক। সেই লোগো নিয়েই ট্রল করলেন টুইটার সিইও।

‘Twitter…..from TWITTER’ লেখাটি যে ফেসবুকের উদ্দেশ্যেই লেখা তা বলাই বাহুল্য।

মঙ্গলবারের লোগো অনুযায়ী ব্র্যান্ড হিসেবে ফেসবুকের লোগোতে সবকটি হরফ ইংরেজির বড় হরফে। সেটিই নকল করে বড় হরফে টুইটার লিখলেন জ্যাক।

শুধু তাই নয়, ইনস্টাগ্রাম, হোয়াটস্যাপের ক্ষেত্রে যেভাবে ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক লেখা হবে, সেভাবেই নকল করে লিখলেন জ্যাক।

টুইটার সিইও-এর টুইটটি প্রায় ২৩ হাজার লাইক পেয়েছে। ৪,২০০-এরও বেশি কমেন্ট। তবে কমেন্টে অনেকেই টুইটার সিইওকেও ট্রল করতে ছাড়েননি। অনেকেই জানিয়ে দেন টুইটারের নতুন ইউজার ইন্টারফেস মোটেও ভালো না। ফেসবুককে ট্রল করার বদলে নিজেদের অ্যাপ আরও ভালো করার দিকে যেন নজর দেন জ্যাক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *