ডেমরায় ২৭০০ টাকার জন্য বড় ভাইকে খুন


রাজধানীর ডেমরায় বড় ভাইকে খুনের অভিযোগে ছোট ভাই সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। ডেমরা থানা পুলিশ বুধবার (৬ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে।

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বক্সনগরে বসবাসকারী আতোয়ার রহমান খানের ছোট ছেলে মো. সবুজ (২০) তার বড়ভাই মো. কবিরকে (২৪) তার পূর্ব বক্সনগর দারুন নাজাত মহিলা মাদরাসার পাশে আইনুল হকের টিনসেড বাড়ির পূর্ব পাশে ডেকে আনে। সবুজ ওই এলাকায় আলাদা বাসায় ভাড়া থাকতো।

সেখানে সবুজ কবিরের কাছে তার পাওনা ২৭০০ টাকা চান। এ টাকা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে সবুজের কাছে থাকা ছুরি দিয়ে কবিরকে এলাপাথাড়ি ছুরিকাঘাত করে। কবিরের ডাক-চিৎকারে স্থানীয়রা এলে সবুজ পালিয়ে যায়। পরে কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন কবিরের বাবা ডেমরা থানায় একটি হত্যা মামলা করেন।

ওসি বলেন, মামলার পরপরই অভিযানে নামে ডেমরা থানা পুলিশ। অভিযানকালে বুধবার বিকেলে ডেমরা থানা এলাকা থেকে সবুজকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *