বায়ু দূষণে সব রেকর্ড ছাড়িয়েছে দিল্লি


বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে ভারতের নয়াদিল্লি। দিল্লিকে রীতিমতো ‘গ্যাস চেম্বার’ আখ্যা দিয়েছেন পরিবেশকর্মীরা। বাতাসে দূষণের পরিমাণ প্রতি কিউবিক মিটারে ১১৪ মাইক্রোগ্রাম।

বৈশ্বিক সমীক্ষা বলছে, শীর্ষ ১৫ দূষিত শহরের ১২ টি-ই ভারতে। তালিকায় ১১ নম্বরে দিল্লি। বাতাসে দূষণের পরিমাণ প্রতি কিউবিক মিটারে ১১৪ মাইক্রোগ্রাম। শীর্ষে হরিয়ানার গুরুগ্রাম, এরপরই অবস্থান উত্তরপ্রদেশের গাজিয়াবাদের।

বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় দিল্লিকে রীতিমত ‘গ্যাস চেম্বার’ আখ্যা দিয়েছেন পরিবেশকর্মীরা। দিল্লিসহ অন্য রাজ্যের বায়ু দূষণ রোধে মোদী সরকারকে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি তাদের।

আমরা নিঃশ্বাস নিতে পারছি না। সরকার এই দূষণরোধে কোনো পদক্ষেপই নেয়নি। এই বিষাক্ত ধুলিকনা এখন আমাদের জীবণ-মরণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। উচ্চমাত্রায় দূষণের কারণে শিশুরা স্কুলে যেতে পারছে না। আমরা চাই, দ্রুত পরিবেশ মন্ত্রণালয় জরুরি অবস্থা জারি করুক।

শুধু বায়ু দুষণই নয়, যমুনার পানিতে ছড়িয়েছে বিষক্রিয়া। মাত্রাতিরিক্ত রাসয়নিকের মিশ্রণ বিষাক্ত ফেনার সৃষ্টি করেছে নদীর পানিতে। ফেনার মত এগুলো সব বিষাক্ত রাসয়নিক। পানি দূষিত হয়ে এর মূল রূপই বদলে গেছে।

ভারতের দূষণ নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠও। উত্তর প্রদেশের বিজেপি নেতা বিনীত আগারওয়াল অভিযোগ করেছেন, প্রতিবেশি চীন ও পাকিস্তান ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে, তাই বাতাসে এই বিষক্রিয়া। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি নেতাকে জোকার আখ্যা দিয়েছে চীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *