আমিরাতে ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিল


পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.) মানবজাতির শান্তির দূত ছিলেন। চলার পথে তার আদর্শ ধারণ করে জীবনকে সাজানো দরকার। সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঈদে মিলাদুন্নবীর আলোচনায় এসব বলেছেন বক্তারা।

রোববার আজমানের শিল্প এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা সাদিকুর রহমান চৌধুরী। মাসুক মিয়া ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জার্মানির বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।

সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লোকমান হোসেন আনু, প্রধান পৃষ্ঠপোষক ইকরামুল করিম, সহ-সভাপতি গুলজার খান, মৌলভীবাজার ভিআইপি ক্লাবের সভাপতি হুমায়ুন রশীদ, সাংবাদিক হাবিবুর রহমান ফজলুসহ আরও অনেকে।

এ সময় আরও বক্তব্য রাখেন সোহানুর রহমান লিটন, সাইদুল ইসলাম দুলন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, সাহাজান সজিব, আলী হোসেন, মাজেদ আহমদ, জাকির হোসেনসহ আরও অনেকে।

এ সময় মহানবীর শানে নাতে রাসুল পরিবেশন করা হয়। পরে মিলাদ ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে লোকমান হোসেন আনু ঘোষণা করেন প্রতি বছর এ মিলাদুন্নবী আরেব আমিরাতে পালন করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *