বগুড়ায় হাসপাতাল থেকে জন্মের পর পরই নবজাতক চুরি


বগুড়ায় জন্মের পর পরই চুরি হয়ে গেল নবজাতক পুত্রসন্তান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে শিশুটি বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চুরি হয়। চুরি হওয়ার পর থেকে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের মোহাম্মদ সৌরভের স্ত্রী নাহিদা আকতারের (২৮) প্রসব বেদনা উঠলে দুপুর আড়াইটায় এ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। ভর্তি হওয়ার পর স্বাভাবিকভাবে তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন। এরপর এক অপরিচিতি নারী শিশুটিকে (পুত্র) শিশু ওয়ার্ডে নিয়ে চিকিৎসা করার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে আর সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে পাওয়া যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মণ্ডল জানান, শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গেছে। এক মহিলা এসে বাচ্চাটি চিকিৎসা দেয়ার নাম করে নিয়ে যায়। শিশুটি উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *