নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জের ধরে জমির উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি ছেলের হাতে খুন হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলী নগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আরিফ মিয়া পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, আরিফ মিয়ার তিনটি বিয়ে করার বিষয় নিয়ে শুক্রবার দুপুরে শিবপুর সাধারচর ইউনিয়ন ও পলাশের চরসিন্দুর ইউনিয়নের ইউপি সদস্যের যৌথ উদ্যোগে সালিশ দরবার হয়। সেখানে আরিফ মিয়া তার প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়ার কথা বললে দরবারে উপস্থিত আরিফ মিয়ার বাবা জমির উদ্দিন তাতে আপত্তি জানান। পরে সালিশ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে আরিফ মিয়া তার বাবা জমির উদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আরিফকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।