সাকিবকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ


আগামী আইপিএলকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্জাইজিগুলো। এই দল গোছানোরই একটি অংশ হিসেবে কিছু খেলোয়াড়কে রেখে এবং কিছু খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদ এবার জানিয়ে দিলো, তাদের ছেড়ে দেয়া ক্রিকেটারদের মধ্যে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রিটেইন ক্রিকেটারদের তালিকায় নেই তিনি।

সাকিব যে সামনের আইপিএলে থাকবেন না, সেটা আগেই বোঝা যাচ্ছিল। কেননা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় বাংলাদেশি অলরাউন্ডারকে সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

যেহেতু নিষেধাজ্ঞায় আছেন সাকিব, তাই সাকিবকে তাকে ধরে রাখার যৌক্তিকতা দেখেনি সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব ছাড়াও তারা ছেড়ে দিয়েছে ইউসুফ পাঠান, মার্টিন গাপটিল, দীপক হুডা ও রিকি ভুঁইকে।

আর গত বছরের দল থেকে হায়দরাবাদ ধরে রেখেছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবী, জনি বেয়ারস্টো, বিলি স্ট্যানলেকসহ ১৭জন ক্রিকেটারকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *