ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান


সময়ের সঙ্গে ভাষাভাষির ব্যাপ্তি বাড়ছে। হারিয়ে যাচ্ছে অনেক প্রাচীন ভাষা। কথ্য ভাষাও বিলুপ্তির পথে। এ তালিকায় সংকটে রয়েছে বাংলা ভাষাও। তাই তো ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানালেন উইকিপিডিয়ানরা।

আজ শনিবার বিকেলে রাজধানীর প্রাণ সেন্টারে আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আমি এখানে এসে সমৃদ্ধ হয়েছি। আমরা কিছু জানি, অনেক কিছু জানি না। আমি আশান্বিত হয়েছি এখানে উপস্থিত সবাই কম সময়ে অনেক কথা বলেছেন। আমরা শুরু করতে জানি, শেষ করি না। আপনারা যারা শুরু করেছেন, আশা করি তা বিস্তৃত হবে।’

তিনি বলেন, ‘উইকিপিডিয়া বাংলা ভাষায় খুব বেশি অগ্রসর না হলেও আশা জাগিয়েছে। এক্ষেত্রে বাংলা একাডেমি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও সরকারি দফতরকে এগিয়ে আসতে হবে। ’

স্বাগত বক্তব্যে জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘উইকিপিডিয়ার এ কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এ প্রতিযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ায় নতুন করে এক হাজার নিবন্ধ যুক্ত হয়েছে। আশা করি ভবিষ্যতে নিবন্ধের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।’

উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ‘বিশ্বে ভাষা প্রতিযোগিতায় বাংলা ভাষা একসময় অনলাইনে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তরুণরাই অনলাইনে ভাষা চর্চার মাধ্যমে একটি অবস্থান তৈরি করতে পেরেছেন। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা ভাষার বিষয়বস্তু সচল রাখতে যে চেষ্টা তা কিছুটা হলেও সফল হয়েছে। ভাষার প্রতি ভালোবাসা থেকেই তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।’

এতে প্রতিযোগিতার বিভিন্ন দিক উপস্থাপন করেন উইকিমিডিয়া বাংলাদেশের নাহিদ সুলতান।

ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন উইকিপিডিয়ান মো. দেলোয়ার হোসেন, মীর্জা শাহিদুল হাসান রোমান, মামুন মেহেদী, সোলায়মান উদ্দিন, গালিব প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মিডিয়া) কে এম জিয়াউল হক প্রমুখ।

উল্লেখ্য, ‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে এই প্রতিযোগিতা ১ জুলাই থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলে। যার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ১০০০ নতুন নিবন্ধ যুক্ত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *