বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনলাইন শপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন ফ্যাশন বিলাশীরা নিজেদের পছন্দের পন্য অনলাইন শপ থেকেই কিনতে পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী শাড়ীর অনলাইন শপের যাত্রা শুরু করেছেন সিলেটের তরুন নারী উদ্যোক্তা রিয়া পাল। রিয়া পালের সাথে আলাপ কালে তিনি বলেন,
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে মনিপুরী শাড়ি এখন যেকোনো সম্প্রদায়ের ফ্যাশন সচেতন নারীর কাছে পছন্দনীয়। মনিপুরী শাড়ির রঙ ও নকশা দেখলেই বোঝা যাবে, এটি মনিপুরী শাড়ি। সিলেটের এই ঐতিহ্যকে দেশের সবপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার শপে ১৯০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত দামের মনিপুরী শাড়ী পাওয়া যাবে। দেশের যে কোন প্রান্তের ফ্যাশন সচেতন নারীরা ঘরে বসেই তাদের পছন্দের মনিপুরী শাড়ী কিনতে পারবেন।
তিনি আরো বলেন, আপনাদের সকলের সাহায্য সহযোগিতা পেলে আমার এই ক্ষুদ্র উদ্যোগটি বৃহৎ আকার ধারন করবে বলে আমার বিশ্বাস।