হোয়াটসঅ্যাপে নতুন ভাইরাস, ভিডিও থেকে সাবধান!


পেগাসাসের পর হোয়াটস্যাপে এবার নতুন ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ভারতসহ ২০টি দেশের তথ্য চুরি করেছে ইসরায়েলি সংস্থা। এবার হ্যাকিং করা হচ্ছে ভিডিও ফাইলের মাধ্যমে।

নতুন এই ম্যালওয়ারটি যেকোনো ভিডিও ফাইলের মাধ্যমে ফোনে ঢোকানো যায়। অর্থাৎ আপনাকে কেউ ভিডিও ফাইল পাঠালে তা ডাইনলোড করলে আপনার ফোনের সমস্ত তথ্য চলে যাবে সেই ব্যক্তির হাতে।

তবে হোয়াটস্যাপ এ বিষয়টি মোকাবিলার জন্য নতুন আপডেট এনেছে বলে জানিয়েছে। এই ধরনের আশঙ্কা থেকে যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অজান্তেই মোবাইলফোন থেকে চুরি হয়ে যাচ্ছে গোপন ও ব্যক্তিগত তথ্য। আপনি যদি কোনো অজানা নম্বর থেকে ভিডিও ফাইল পান, তা হলে আপনি নতুন ধরনের হ্যাকিংয়ের শিকার হতে পারেন।

এই ম্যালওয়্যারটিকে আপনার ফোনে ইনস্টল করতে সাহায্য করে এক বিশেষ ধরনের এমপি-ফোর ভিডিও। আপনি ভিডিও ফাইলটি ডাইনলোড করলে আপনার ফোনের সমস্ত গোপন-ব্যক্তিগত তথ্য হ্যাক কয়ে যাবে।

জানা গেছে, বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০ কোটি। হোয়াটসঅ্যাপের এন্ডটুএন্ড এনস্ক্রিপশনে সুরক্ষিত তাকে যাবতীয় তথ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *