জুড়ী প্রতিনিধি :: এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ে জুড়ী কেন্দ্রের তিন ভেন্যুতে উপজেলার তিনটি কলেজের ১০৬৩ জন পরীক্ষার্থী মধ্যে ১০৪৫জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৮জন।
তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ৮৩০ জন পরীক্ষার্থী মধ্যে ৮১৪ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৬জন।
হযরত শাহ নিমাত্রা ফুলতলা-সাগরনাল ডিগ্রি কলেজের ১৫৪ জন পরীক্ষার্থী মধ্যে ১৫২ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২ জন।
অপরদিকে আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজের ৭৯ জন পরীক্ষার্থী সকলেই পরীক্ষায় অংশ নেয়।