কাতারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার চারদিন পর এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশি মোহাম্মদ মাসুদের (৩৫) বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তিনি রুহুল আমিন মেম্বারের ছেলে।
কাতারের দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে মারা যান বলে জানিয়েছেন নিহত মাসুদের ছোট ভাই কাতার প্রবাসী জহির উদ্দিন বাবর।
উল্লেখ্য, শুক্রবার কাতারের রাজধানী দোহা আল ওকির এলাকায় পেছন থেকে একটি পাকিস্তানি নাগরিকের প্রাইভেটকার মাসুদকে বহন করা গাড়িকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ‘দোহা হামাদ’ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কাতারি নাগরিকের বাসায় ১২ বছর কর্মরত ছিলেন।
দূতাবাস কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের লাশ দ্রুত দেশে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকারের পাকিস্তানি নাগরিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করা হবে।