সিলেটে নৌকার আদলে আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ

https://www.archive.banglashangbad.com/

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের জন্য নৌকার আদলে বিশাল আকারের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকালের মধ্যেই সম্মেলনস্থল নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়।

সম্মেলনের সংশ্লিষ্টরা জানান, নৌকার আদলে ৬০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থ’ মঞ্চ প্রস্তুত করা হয়েছে সম্মেলনে আগত অতিথিদের জন্য। এই মঞ্চে আসন থাকবে প্রায় ২০০টি। মঞ্চে অতিথিদের নিরাপত্তার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নৌকা আমাদের দলীয় প্রতীক। এই নৌকা প্রতিকে আমাদের আবেগ অনুভূতি জড়িত। তাই দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে সুন্দর ও স্মরণীয় করে রাখতে নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, নৌকা একটি চলমান জিনিস। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। তাই নৌকা প্রতীক দৃশ্যমান থাকলে সকলের ভিতর কাজের স্পৃহা তৈরি হয়। এই নৌকার প্রধান কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নেত্রীর কাজে সহযোগিতা করতে আমরাও সর্বদা তার সাথে আছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *