বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টাকা দিয়ে আওয়ামী লীগের নেতা হওয়া যায় না। আওয়ামী লীগের নেতা হতে হবে যোগ্যতা দিয়ে, ত্যাগ দিয়ে তিতীক্ষা দিয়ে। সময়ের সুবিধাবাদীদের আওয়ামী লীগের নেতৃত্ব দেয়া যাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাড়িয়ে জীবনের জয়গান গায়। ধ্বংসস্তুপের উপর দাড়িয়ে সৃষ্টির পতাকা উড়ায়। আওয়ামী লীগ বীরের রক্ত ছুয়ে ঝড়ের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে দিপ্ত পদভারে এগিয়ে যায়।
ওবায়দুল কাদের বলেন, সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিশ্বের দুজন সেরা প্রধানমন্ত্রীর একজন, বিশ্বের চারজন প্রভাবশালী রাষ্ট্রনায়কের একজন এবং তিনজন সৎ নেতার মধ্যে একজন। তিনি গত ৪০ বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।
তিনি বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি।